মাগুরায় উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচিতরা
আনোয়ার শাহীন || রাইজিংবিডি.কম
ভোট দিচ্ছেন নারী জনপ্রতিনিধি
মাগুরা প্রতিনিধি: মাগুরায় উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য পদে সোমবার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে এ ভোটগ্রহণ হয়। বিকেলে ফল প্রকাশ করা হয়।
নির্বাচনে সদর উপজেলায় ১নং আসনে আনজুমানারা বেগম (হরিণ) ২৩ ভোট, ২নং আসনে আবেজান বেগম (মোরগ) ১৯ ভোট, ৩নং আসনে রোজিনা আক্তার (খরগোস) ১৬ ভোট, ৪নং আসনে লক্ষ¥ী রাণি (টেবিল) ২৪ ভোট ও ৫নং আসনে আম্বিয়া কুলসুম উর্মী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
শ্রীপুর উপজেলায় ১ নং আসনে রাজিয়া সুলতানা (১৩) ভোট, ২নং আসনে কুলসুম খাতুন ১৩ ভোট, ৩নং আসনে রাবিয়া খাতুন ১৭ ভোট পেয়ে বিজয়ী হন।
মহম্মদপুর উপজেলায় ১নং আসনে জাকিয়া সুলতানা বিনা প্রতিদ্বন্দ্বিতায়, ২নং আসনে স্বপ্না রাণি বিশ্বাস (হরিণ) ১৩ ভোট, ২নং আসনে মনোয়ারা খাতুন (মোরগ) ১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
শালিখা ১ নং আসনে নার্গিস বেগম (হরিণ) ১৩ ভোট ও ২ নং আসনে আমেনা খাতুন ১৩ ভোট পেয়ে নির্বাচিত হন।
মাগুরার সদর উপজেলার নির্বাচন কর্মকর্তা কবির হোসেন এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
রাইজিংবিডি/মাগুরা/১৫ জুন ২০১৫/আনোয়ার শাহীন/রিশিত
রাইজিংবিডি.কম